বর্তমানই যখন অসহনীয়-সহ্যাতীত!
ভবিষ্যতের ভাবনায় কেন হও মশগুল?
দম্ভ যখন চূড়ায় উঠে, মুখের কথাই হয়
যেন মূখ্য সুর! পতন তখন নয় রে দূর।
হেলায় হারালে ক্ষণ, ক্ষণই কিন্তু হয় দুশ্মন!
বুঝলে সময়ে, সময়টাও হতে পারে সহায়।


কারণ, ইতিহাসই-ইতিহাসকে ভাঙ্গে বারবার।
তাও জানা যায় ইতিহাসেরই পাতায় পাতায়!
জোয়ারের চাপেও ভেঙ্গে যায় বালির বাঁধ!
শৈত্য লগ্নও কখনো কখনো উষ্ণতা ছড়ায়!
প্রমাণের অপেক্ষায় করো না সময় ক্ষেপণ!
আসতে পারে ফাঁপর! ধরতে পারে কাঁপণ!


অহঙ্কারের ফল প্রকাশ পায় অনিবার্য পতনে!
ফলে, দৃশ্যমান থাকে না চেহারা দর্পচূর্ণ হয়ে!