সোনালী বর্ণমালায় কী খাদ ছিল?
স্বপ্নের বুননে কি প্রতারণার ফাঁদ ছিল?
নইলে পঁয়তাল্লিশ মাইল রাস্তা পেরিয়েও
কেন আমার মঞ্জিল খুঁজে পাই না!
জলের উৎস আছে আগের মতই
অথচ পদ্মা, মেঘনা, যমুনায় জাগে চর!
ঘুণে খেয়ে ভস্ম করে নায়ের পাটাতন,
যে চোখের ভাষায় ছিল জীবনের আশ্বাস,
এখন সেখানে জ্বলে আগ্নেয়গিরি!
যে শিশু স্বাধীনতার গল্প শুনে শুনে
শৈশব, কৈশোর পেরিয়ে তারুণ্যে এলো,
তার দু’চোখ ঝাপসা হয় কুয়াশার ধোঁয়াশায়!
দোষ দেব কাকে বল!
স্বপ্নবাজ পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ!
নাকি আমার সরলতাকে?