মৃতুর সাথে আমার কোন বিরোধ নেই।
তবে, আরজি আছে মৃত্যুর প্রভুর কাছে;
অতি গোপনে কিছু স্বপ্ন লুকিয়ে রেখেছিলাম
যার খবর তোমার কাছে ছিল না অপ্রকাশ্য।


আমার ইচ্ছে আর স্বপ্নের মাঝেও দ্বন্দ্ব নেই,
তবু সেতুহীন দূরত্ব রয়েই গেল আজীবন!
মোহনা অদৃশ্যই রয়ে গেল তোমরই ইশারায়!
যেখানে রচিত হবার কথা ছিল মিলন মেলা।


মাঝে মাঝে মনে হয়,
হয়তো কোন অপরাধে দিয়েছো দূরে ঠেলে;
যেখানে প্রবল ঝড় নিত্য পীড়ন করে!
তবু আশার বাসর সাজিয়ে রাখি;
যদি কভু দয়া করে তুলে নাও অবরোধ।


হে মহান সম্রাট,
আমাকে তোমার রহমতের অধিভুক্ত করে
স্বপ্ন পূরণের ছাড়পত্রখানি উন্মুক্ত করে দাও,
আমার তৃষিত হৃদয়খানি উন্মুখ হয়ে আছে
তোমার একটি ইশারার অপেক্ষায়।


আমি আশাবাদী হয়ে বিশ্বাস রাখি মুক্তির;
আমি শৃঙ্খলকে ভয় পাই, ভয় পাই শাস্তির,
তাই তো তোমার সাথে সমঝোতা চাই,
চাই অনুমোদন শান্তির, পূর্ণতা চাই প্রাপ্তির।