হারিয়ে যাবার মাঝে দুঃখ আছে সত্য;
তবে হারিয়ে দেবার মাঝে আছে ঈর্ষার ঘ্রাণ!
অনেক সত্যের অপমৃত্যু আমি দেখেছি
তারপরও বেঁচে থাকে মৃত্যুহীন স্মরণীয় প্রাণ।


আকাশে লাগে ঢের কালো কালো মেঘ
দিনে-রাতে উঠে আসে জনপদে ভীতিকর ঝড়,
সুনামী আসে যখন উত্তাল সাগর জলে-
ভাঙ্গলে সুখের ঘর, প্রিয়জনও হয়ে যায় পর!


জৌলুসী জীবনের পরাক্রম শক্তির কাছে
পরাভূত হবার দুঃস্বপ্ন দেখে ভেঙ্গে দেয় প্রথা!
তবু নির্ভীক প্রাণ করে না আত্মসমর্পন
জন্ম ব্যর্থ হলেও লিখে রেখে যায় সুবর্ণগাঁথা।


লক্ষ-কোটি প্রাণের ভিড়ে সফল ক’জন?
কে রাখে হিসেব তার, কেই বা বহন করে ভার,
এ হিসেব চুড়ান্ত নয়; সামনে আছে ভয়
সফলতা সেই পাবে, হিসেবটা নির্মল রবে যার।