মন্দ জনে অন্ধকারে
বদল করে মন্ত্রণা,
ধরার মাঝে বপন করে
শান্তি নাশী যন্ত্রণা!


সুপ্ত মনে নৃত্য করে
সুখের পাখি চন্দনা,
মুক্ত মনে ছন্দ তোলে
রূপের রাণী খঞ্জনা!


স্বপ্ন দোলে হৃদয় জুড়ে
জন্মে কত কল্পনা,
মুগ্ধ মনে আঁকায় প্রেমী
আকাশ ভরা আল্পনা!


পান্থ খোঁজে পথের দিশা
দৃষ্টি কাড়ে অঙ্গনা,
হয় না তবু ভ্রষ্ট কভু
লক্ষ্য তাঁহার ব্যঞ্জনা।


মিত্র সাধু নিত্য করে
সত্য সতের বন্দনা,
দূর হয়ে যায় মনের কালি
এটাই তাঁহার সান্ত্বনা।