অবাক বিস্ময়ে লজ্জিত হয় জনসাধারণ-
দেখে অসাধারণদের স্খলন জনিত পতন!
ঠুনকো স্বার্থমোহ কেড়ে নেয় যত অর্জন!
বিবেকহীন-অশিষ্ট হয়! ক্লেদ মেখে সজ্জন!


অস্পৃশ্য হয়ে যায় নিন্দিত নির্বোধের মত
অলীক গল্প ফেঁদে মিথ্যের পক্ষে অবিরত!
বিদ্বা্ন্ কে কুঁড়ে কুঁড়ে খায় অহমের ঘুণে
জাতি প্রত্যাখ্যান করে অপব্যাখ্যার কারণে!


ঘৃণ্য উচ্ছিষ্টে আকৃষ্ট হয় বিপুল আয়োজনে
বিচার-বুদ্ধিও লোপ পায় মূর্খের মত ক্ষণে!
ব্যবধান ঘুচে মন্দের সাথে নিজ প্রয়োজনে
স্বশরীরে সরব হয় অপরাধীর মত সশস্ত্র রণে!


খলের তালিকা দীর্ঘ করে নির্মমতার পক্ষে্ গিয়ে
লজ্জাবোধ বিসর্জন দেয় অসুন্দরের সাফাই গেয়ে!
ইতিহাসের পাতায় সংযুক্ত হয় অশুভ শক্তি বলে-
সাফল্য ভূলুন্ঠিত হয় সত্যকে-অসত্য বলার ছলে!


নিয়তির নয় অভিমত; হৃদয়ে লালিত নষ্ট নিয়ত
অনুকুল পরিবেশে উন্মোচিত হয় কল্পিত ভ্রষ্টমত!
স্বীয়কে আলোকিত ভেবে মলিন করে সুস্থ সমাজ,
সবার অগোচরে বিভাবসু হয়ে গড়তে চায় স্বরাজ!