তোমার-আমার দেখার আর
শোনার মাঝে বিস্তর ফারাক!
চিন্তা-চেতনার মাঝে ব্যবধান ঢের!
দিনে-রাতে ঘুম ভাঙ্গে দুঃস্বপ্ন দেখে!
শুনি যুদ্ধ আর দুর্ভিক্ষের পদধ্বনি,
দেখি জনপদে লাশের মিছিল!


আমি আকাশে দেখি শকুনের ঝাঁক!
ক্রমেই ধেয়ে আসছে মানুষের আঙিনায়!
ওদের ধারালো নখের আঁচড়ে ছিন্ন-ভিন্ন
হবে চামড়া আর মাংসের আবরণ!
তবুও আমরা যেন বোধশূন্য, নির্বাক!


কেন এই নীরবতা, কিসের লক্ষণ?
পরাজয়ের পূর্বাভাস নাকি অক্ষমতা?
বাঁধভাঙ্গা পানির তোড়ে ভেসে যায়
জমির ফসল, মানুষের আবাস!
অথচ, আমরা এখনো বসে আছি,
নীরব-নিথর, যেন কতটা অসাড়!



প্রিয় কবি, আগুন নদীর “ছোঁয়াচে ঘুমের আঁচে” কবিতায় করা আমার মন্তব্যটি আজকের আসরে তাঁকেই উৎসর্গ করলাম।