দুখু মিয়া নামে কাজী নজরুল এসেছিল ধরণীতে,
ভালবাসা দিতে এসেছিল কবি আসে নাই কিছু নিতে।
দুখের সাগরে কেটে গেছে তার জীবনের সারাবেলা,
অসময়ে তার থেমেছে কলম, থেমে গেছে কথামালা!
দ্রোহের কবিতা লিখে নাই শুধু, লিখে গেছে প্রেমগাথা,
শোষিতের তরে কলম চালাতে নত করে নাই মাথা।
ইসলাম প্রীতি, ছিল তার নীতি, রুখে দিতো পাপাচার,
সহমত ছিল সকল আচারে, মানে নাই অবিচার।


আকাশের নীলে ধ্রুব তারা হয়ে জেগে আছে অমলিন,
শোষণ রুখিতে যোগায় প্রেরণা, অশোধিত আছে ঋণ!
সাহিত্য সাধনা ছিল আরাধনা, গতি ছিল সাবলীল,
সকল শাখায় বিচরণ ছিল, খোলা ছিল তার দিল।
বিদায় দিবসে এসো করি সবে প্রভূ সনে মোনাজাত,
দারুল মাকামে রেখো হে আল্লাহ্, ক্ষমা করে অপরাধ।