দুঃখ দীর্ঘকায়, ভারী;
সুখটা হালকা, ক্ষণস্থায়ী,
দুঃখ পথ অনুসন্ধানী,
সুখ বিভ্রান্ত কারী!


দুঃখ সংযত;
সুখ ব্যাধির খনী!
দুঃখ ধৈর্যশীলা,
সুখ চঞ্চলা হরিণী।


দুঃখ সংগ্রামী;
সুখ অত্যাচারী!
দুঃখ অধোমুখী,
সুখ ভীষণ অহংকারী!


দুঃখ উজানমুখী;
সুখ জোয়ার প্রত্যাশী!
দুঃখ প্রেম পূজারী,
সুখ লাস্যময়ী!


দুঃখ কর্মমুখী;
সুখ ভ্রষ্টাচারী!
দুঃখ সংযমী,
সুখ ব্যাভিচারী!


দুঃখ ত্যাগী;
সুখ ভোগ-বিলাসী!
দুঃখ মিতব্যয়ী,
সুখ সর্বনাশী!


দুঃখ বিদ্রোহ করে যায়;
সুখ আপোষ করেই পায়!
দুঃখ মুক্তি যুদ্ধ চায়,
সুখ অর্জন বেচে খায়!