মানুষ শ্রেষ্ঠ বটে, কিছু কথা তবু রটে;
মানুষের হাত যেথা, সেথা ব্যাধির উৎপাত!
প্রেমে নেই নৈতিকতা, বিয়ের পরে পরকিয়া-
নীতিহীন আদর্শ করে সততাকে উৎখাত!


নিসর্গে বিষ মিশিয়ে, সাম্যহীন পরিবেশে
বিজ্ঞানী গবেষণা শেষে করে মহা উল্লাস;
নানা তার টানাটানি, মিডিয়ার পেরেশানি
বৃক্ষ, ফসল, ফল মরে পচে হয় লাশ!


ওরা ভাসায় আকাশ পাড়ায় কৃত্রিম উপগ্রহ
ইথারে ছড়িয়ে দেয় নিন্দিত পর্ণ মোহ!
আবাল-বৃদ্ধবনিতা মাঝে অবক্ষয় জেঁকে বসে
অনাচারের বিরুদ্ধে কেউ করে না দ্রোহ!


বর্জ্য সাগর নাশে, মাঝে মাঝে তেল ভাসে
মাছ, পশু, পাখিকুলে নীরবে মড়ক আসে!
রাজা করে রাজনীতি, চারিদিকে গুম ভীতি
খুনের শিকার হয়ে জীবনের টানে ইতি!


এ ব্যাধির হাত থেকে বাঁচবো কেমন করে
সুখে-দুখে, মিলে-মিশে বেঁচে থাকা হ’লো দায়!
মানুষের আবাস দেখে আজ অরণ্য মনে হয়!
মিটে গেছে সকল সাধ, মানুষ মুক্তি চায়!