অমার মাঝেও আছে আনন্দ, দুঃখবোধ;
কারো কারো উদারতা হৃদয় ছুঁয়ে যায়,
কেউ কেউ হয়ে উঠে ভয়ানক নির্দয়!


যখন নির্মল আকাশে দেখি পূর্ণিমা চাঁদ
হৃদয় গভীরে উঁকি দেয় প্রেম-ভালবাসা।
যখন জনপদ হয়ে যায় দুর্বোধ্য-অরণ্য;
আলেয়াকে আলো ভেবে করি কত আশা!


তখন মনে হয়, এ পৃথিবী সুনির্মল নয়!
একটু সুখ, শান্তি যখন দুষ্প্রাপ্য মনে হয়,
ভাবি, জীবনের গভীরতা বোধগম্য নয়!


আবার, জীবনের অবসানে উদাসী মন
সব কিছুর অর্থ করতে পারে না জয়।
এরই নাম যদি আলোকময় জীবন হয়,
তবে জানি না, কাকে বলে পরাজয়!