ইসলাম অর্থ, আল্লাহ’র প্রতি শর্তহীন আনুগত্য!
এটা শুধু ধর্মই নয়, আল্লাহ’র বিধান প্রতিষ্ঠার
আমৃত্যু অঙ্গীকার, বিনিময় তাঁরই কাছে গচ্ছিত,
যিনি রচিয়াছেন মানবমুক্তির একমাত্র সংবিধান।
স্রষ্টার সাথে সৃষ্টদের চুক্তি, “লা ইলাহা ইল্লাল্লাহ্,”
মানছে যারা, তারাই বান্দা তাঁর, পালক তিনি।
শুধু জমিনেরই নয় ওপারেরও তিনি অভিভাবক;
এ বিশ্বাসে আশ্বস্ত যারা তারাই শুধু পায় পুলক।


তবু কথা থাকে, স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ্,
“সূরা রাদ”র এগারোতম আয়াতে,“আল্লাহ্ কোন
জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না,
যতক্ষণ না সে জাতি নিজে তার নিজের ভাগ্যের
পরিবর্তনে সচেষ্ট হয়।” অথচ, আমরা ভুলে যাই;
বিপদে হাত-পা গুটিয়ে নিয়ে মরে যাই হতাশায়!