অসম্পূর্ণ স্বপ্নের গর্ভে জন্ম নেওয়া
কিম্ভুতকিমাকার শিশুর মগজ ভরা
বিকলাঙ্গ চেতনা; যার মুখ অসত্য
তথ্য প্রসবের এক স্বয়ংক্রিয় যন্ত্র!
পরিণতি ভেবে বিচলিত হই! দেখি
আগামী অন্ধকার! এমন কি ভুগোল
বদলে যাবার অশনি সংকেতে জাগে
ধর্ষিত দর্শন, ঐতিহ্য হারাবার ভয়!
তৃণমূলে সংক্রমিত হিংস্রতম সন্ত্রাস!
হিমালয় থেকে ধেয়ে আসে পাহাড়ী
ঢলের সাথে গারোলের অশেষ বর্জ্য,
দিনে দিনে বাড়ে জাতির ঢের কর্জ!


কৃষ্ণকালো মেঘের ভেলা ওই আসছে
হাওয়ায় ভেসে, সুখের তরে আগ-
বাড়িয়ে নৃত্য করে কারা দলে দলে!
চাঁদবদনীর গ্রহণ কালে মারবে যারা
নতুন ছলে, পড়বে ইতিহাসের তলে।
মনোহর তোফার টোপে বড়শি গিলে
পার পাবে কি রুই, কাতলার দল!
স্বপ্ন ফেরির ইজারাদার ধরবে টুঁটি!
নষ্ট অতীত কষ্ট দেবে, গাড়বে খুঁটি!
মুখোশ পড়া সভ্য যারা সুখের লাগি
গাইবে জারি, শুল্ক পাবে বাড়ি বাড়ি!
অর্ঘ্য নিয়ে আসবে, প্রজা সারি সারি!