(১)


                      তোমাদের হবে জয়


নতুন সূর্যোদয়ের সরব সাক্ষী হয়ে জেগে উঠো বাংলাদেশ।
সঙ্কটে দুঃসাহসীরাই বিজয় মাল্য গেঁথে স্মরণীয় হয়ে রয়।
ভয়ের মাঝে পরাজয়: দুঃসাহসীরা ছিনিয়ে আনে মহাজয়।
সামর্থ্যের সবটুকু দিয়ে সত্যের করো সেবা, কাটবে ভয়।
স্বপ্নজয়ের নীরব রণে ঐক্যের সঙ্কট যেন কখনো না হয়;
মুক্তি আর সম্ভাবনার মাঝে বিষন্নতাই দেয়াল সৃষ্টি করে-
করে অনুর্বর বন্ধা জমিনে ঘৃণ্য বিলাপ অনন্ত কাল ধরে!
তারচেয়ে ভালবাসো মাতৃভূমিকে; যেখানে স্বপ্ন খেলা করে,
যেখানে মায়ের মমতায় শৈশব-কৈশোর সুষমামন্ডিত হয়
যেখানে স্বাধীনতা, সুখানুভূতি, নিরাপদ থাকে জীবনভর।
=============================
(২)


     রঙ্গমঞ্চের দৃশ্যপট


দুঃসময়ের সঙ্গী হয়ে যায়
হিমালয়ের উদ্ধত দুঃসাহস!
মহাসাগরের ভয়াল জলোচ্ছাস
আর নক্ষত্রের বিধ্বংসী উত্তাপ!
ফলে সংকট ঘনীভূত হয়ে
বিপদ সংকেত সাথে নিয়ে
উপস্থিত হয়ে যায় দোরগোড়ায়!


কোথাও তেমন কিছু হচ্ছে কি?
সরগরম চত্বরে মুনিদের কলরব!
জীবনের রঙ্গমঞ্চে নাটকের সমারোহ!
ভাঙ্গা গড়ার খেলা নিয়ে
হাসি-কান্নার বিচিত্র রূপ
ভেসে উঠে মানসপটে দিবানিশি!


শান্তির রূপরেখায় উঁকি দেয়
মুক্তির প্রত্যাশা বার বার;
কিন্তু স্বার্থের চরাচরে জনতা
নীরবে করে অশ্রু সম্বরণ!
এখনো বিশ্বাস করতে কষ্ট হয,
বিশুদ্ধ বাতাসে সিনান করে
আজ পাপমুক্ত হতে পারবো তো!
তবুও মানুষ অপেক্ষা করে
শেষ দৃশ্য দেখার প্রত্যাশায়!