করোনা’র কাছে কি হেরে যাব?


গতকাল ছিল শুক্রবার!
আই, ডি ভবনের উত্তর গেটে
দেখলাম অন্য এক বাংলাদেশ!
যে বাংলাদেশ ছিল অপ্রত্যাশিত!
যে দৃশ্য ছিল অনেক বেশি কষ্টের!


দু’একজন মানুষ বেড়িয়ে আসছে
ভবন থেকে কাজ শেষ করে,
ঘিরে ধরছে জনা বিশ-ত্রিশেক
সি এন জি চালক পড়ি-মরি করে!
এ দৃশ্য আমাদের চির চেনা নয়!


ভয়ে আঁৎকে উঠে নরম হৃদয়!
ভাবতে কষ্ট হয়, পারি না মেলাতে,
এ তো আমাদের সেই ঢাকা নয়!
তবে! তবে এ কিসের আলামত?
তবে কি ইতিহাস আসছে ফিরে!


এ দৃশ্য দেখতে চাই না দীর্ঘ দিন;
পাশ দিয়ে চলে যাওয়া মেট্টোরেলের
ব্যয়বহুল প্রস্তুতির কাছে মনে হলো
মানব জীবন বুঝি একেবারেই তুচ্ছ!
চুয়াত্তরের স্মরণে শিউরে উঠে মন!
==============================================
করোনার যন্ত্রণা


ও করোনারে করোনা;
আর ভালো লাগে না,
কবে যাবি দেশ ছেড়ে
মনটা যে বোঝে না।


কবে থেকে ঘরে বসা
দেখা-সাক্ষাৎ হয় না,
জমে গেছে কত কথা
কিছুই বলা যায় না!


মার্কেটের কেনা-কাটা
হোটেলের খানা-পিনা,
ভালোবাসার মানুষকে
স্পর্শন করা যায় না!


জনগণের কাজ নেই
পেটতো তা মানে না,
চাল-ডাল ঘরে নেই
আছে শিশুর বায়না!


ত্রাণ-ট্রান গেল কই
আর জান বাঁচে না!
কারখানাও বন্ধ সব
পারিশ্রমিক পায় না!


এমন করে কতদিন
জীবন তো চলে না,
করোনা যারে এবার
জ্বালাতন করিস না।
==============================================