অবরুদ্ধ মহী’র চীৎকারে ছুটে আসছে এলিয়েনের ঝাঁক!
এ যদি গুজব হয়, তবে প্রশ্ন জাগে, ছড়ায় কারা?
এলিয়েনের খবর জানে কয়জনা? ব্যতীত আধুনিক সভ্যরা!
যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে নেয় গোঁজামিলের আশ্রয়!  
আরো প্রশ্ন জাগে, মহী কেন তবে অসহায়ত্ব বোধ করে?
এ দায় কি তৃণমূলের জনতার? তবে, তোমাদের কাজ কি?
আমরা কি তবে শুনবো শুধু এলিটদেরই বিজয় গাঁথা!
দেখবো শুধু তোমাদেরই স্বপ্ন জয়ের নান্দনিক ভোগের চিত্র!


বাকি যারা, মেনেই নিয়েছি প্রজা বলে নিজেদের অসঙ্কোচে!
ভাবি, অবনী শুধুই তাদের, যারা রাজা! রয় তরতাজা!
আর প্রজা! রাজার বিপদে ঢাল হয়ে দাঁড়াবো অগ্রভাগে!
বুকের রক্তে গড়ে দিবো মর্তের স্বর্গ, করবো ক্ষয় আপনাকে!
বাজাবো ঢোল-করতাল! কি এক আনন্দে! আর কতকাল?
জনতা কবে হবে রাজা? এবার দেখাও তোমার শক্তি-বল।