তোমার পারঙ্গমতা দেখেছে বিশ্ব;
তোমার ক্ষমতার বিস্ফোরণে শুনি রণহুঙ্কার ধ্বনি!
তুমি যা পারতে, তা তো করেই দেখালে,
আপাতত তোমার কারিশমায় শয়তানও খুশি!
অতঃপর কি?


হয়তো আরো অনেক কিছুই করবে,
তবে, এর চেয়ে বেশি আর কি করার আছে!
তোমার যা করার ছিল করেছো,
এবার দেখার পালা; আশা করি প্রস্তুতি নেবে।


সব কিছু নিয়েই কি খেলাধূলা সাজে?
তোমার ক্ষমতা কি অসীম?
তোমার অস্ত্বিত্ব কি অবিনশ্বর?
তবে অপেক্ষা করো, আসছে খবর!


ক্ষমতাই অহম প্রকাশের সহায়ক শক্তি!
তাই বলে তোমার ক্ষমতাই কি চূড়ান্ত?
যদি তোমার চেয়েও ক্ষমতাবান কেউ থাকে,
তাকেই যদি চ্যালেঞ্জ করে বসে থাকো,
তবে, অপেক্ষার প্রহরগুলো বড়ই উপভোগ্য হবে!


যিনি সর্বময় ক্ষমতার আধার, তিনি মহাধৈর্যশীল;
তার সাথে এবার হবে তোমার খেলা,
বিশ্ব দেখবে সেই দুর্লভ ভয়ঙ্কর সমর কলা!
তুমি যে অপরাধী সেটাই হয়তো প্রমাণিত
হবার অপেক্ষায় ছিলেন তিনি;
যা হয়ে গেল তোমারই জিদের অহমিকায়!


এবার জমবে খেলা, সাজাও তোমার ভেলা
সময় পাবে না হয়তো তুমি বেশি আর;
এখনো কি মনে করো, পেয়ে যাবে পার?