লালিত স্বপ্ন ডানা মেলার আগে
তরঙ্গ যদি থেমে যায়,
মুক্তি পাবার আগে বন্দীর শত প্রাণ
যদি যমালয় খুঁজে পায়!


নিপীড়িত জনতার শঙ্কিত কাফেলা
আবার শান্তি ফিরে চায়,
নিরাপদ জীবনের ঠিকানা খুঁজে পেতে
উঠে বসে মরণের নায়!


আনন্দ ভুলে গিয়ে উচ্ছল শৈশব
ধূলিতে গড়াগড়ি খায়,
অভিবাসী নাম নিয়ে অথৈ সাগরে ডুবে
নিষ্পাপ জীবন হারায়!


এ কেমন মানুষের শিক্ষা, সভ্যতা,
শক্তির মহড়া দেখায়!
আমিত্মের অহমে গ্রাস করে জনপদ
মানবতা পালিয়ে বেড়ায়!


হিসেবের গরমিলে পলাতক দর্শন;
ধর্ষণে শিশু মরে হায়!
স্রষ্টা নিধনে নেমে কর দলেবলে
তবু হারো জ্ঞান গরিমায়!