অনুপল সমাগত সিদ্ধান্ত নেবার;
স্মরণ করি শেষবার প্রভুর নাম,
শহীদের মর্যাদা চাইবো নির্ভয়ে,
নাকি বেছে নিবো রুদ্র জাহান্নাম!


গাজওয়াতুল হিন্দে হবে এবার
পরিশুদ্ধ ঈমানের চূড়ান্ত পরীক্ষা,
সময় বয়ে যায় সদা ঝরণার মত
প্রাণ বিসর্জনে মুমিন রাখে শিক্ষা।


অশেষ লাশের মিছিল দর্শন করে
মানুষের মাঝে বাড়ে আরো রাগ,
রক্তের স্রোতে সব হয়ে যায় শুদ্ধ;
ধুয়ে-মুছে যায় সব কলঙ্কের দাগ।


নিশ্চয়ই বিবর্ণ হবে জীবনের রং;
হয়তো বদলে যাবে পুরোনো ঢঙ!
ভোগবাদী মানুষের হায়! কি কষ্ট!
এবার স্রষ্টা নিশ্চয় হয়েছেন রুষ্ট!