ইছামতি পাড়ে রজনীর আঁধারে
কেঁদে কেঁদে মরে কন্যা জননী জায়া,
হামলে পড়েছে দল বল নিয়ে
দৈত্য-দানব, বন মানুষের কায়া।


বুকে ঝুলে তার কত পোষ্টার
হৃদয়ের মাঝে নেই মোটে যেন হায়া,
জবাবদিহির করে না পরোয়া
নেতা-পাতাদের তারা যে প্রতিচ্ছায়া!


ওরা আয়োজক, ওরাই সেবক;
বিধায়ক সেজে হয়েছে সমাজপতি!
জননী জায়াকে ঘরে রেখে এসে
পড়শীর বাড়ি মেটায় অরণ্য রতি!


প্রতিকারহীন সমাজে চলছে
নির্যাতিতার নিদারুন হাহাকার!
সভ্যতা আর মানবতা দেখ
কতটা নিলাজ, কতটা নির্বিকার!


লাল-সবুজের পতাকা হাসে না!
স্বাধীনতা কাঁদে আঁচলে ঢাকিয়া মুখ;
মুক্তির আকুতি, অরণ্যে রোদন!
নিরুপায় জাতি, আর কত পাবে দুখ!