এখনো কিছু লোক সত্য বাঁচাতে জীবন দেয়;
বাদ-বাকি সবই বিষফোঁড়া!
অমরত্ম পাবার তরে কেউ বা আত্মা বিকায়
তর্ক করে, কে কোন ধারা!


অলিগলি-রাজপথ, শহর-নগর কুয়াশায় ঢাকা
আলোর আশা অনেকটা ক্ষীণ,
বিচিত্র রঙের মেলায় নিজেকে সবে মেলে ধরে
কখনোই ভাবে না নিয়ে দ্বীন!


যেদিকে তাকাই দেখি, চলছে আত্মঘাতী লীলা
দুর্নীতি কি এক ভাইরাস নয়?
চোখের পাতায় ঝরে, বেদনাশ্রু নির্বিচারে হায়!
কেউ কেউ চায় অবিরত জয়!


কারো মুখের ভাষায়, সুসভ্যতা কোণঠাসা হয়!
তবুও, হয় না তার বোধোদয়!
ভাবে না কখনো, পচবে সমাজটা তাদের দ্বারা
নীতি-নৈতিকতার হবে অবক্ষয়!


পেশী জোরে বেশি পায়, তারপর ও আরো চায়
কলংকের তারা ধারে না ধার!
পাছে লোকে কিছু বলে, এ কথাটাও ভুলে যায়!
ভয়শূন্য মনে, মানে না বিচার!


নির্দিষ্ট সময় এলে, বদলে যাবে দিন পলে পলে
বাজবে যখন বাঁশি শেষের বেলা,
ইতিহাস নিজের মতন একান্তে পথ চলে নিরন্তর
স্রষ্টা করবেন শেষ, সমস্ত খেলা!