পর্দার অন্তরালে বসে আত্মার হাট!
নিয়মিত বিকিকিনি চলে দিনরাত!
আল্লাহ্’কে শয়তান ভাবে প্রতিপক্ষ
তাঁর সৃষ্টি বিনষ্ট করাই তার লক্ষ্য!


নানা ছলে মাতে খলে হায় উন্মাদ
নিকৃষ্ট খেলা খেলে বাড়ায় বিবাদ!
বিনিয়োগ করে কত কৌশুলী চাল
ধরণীতে ছড়িয়ে দেয় ভ্রান্তির জাল!


লোভের পর্বত এনে বলে যদি চাও
বদলে আত্মা তোমার আমাকে দাও;
মোহ’র মহাসাগর দিতে পারি তাও
আনুগত্যের বিনিময়ে সবকিছু নাও!


বিবেক ক্রয় করে দিয়ে মহাক্ষমতা
মন্দটা করিয়ে নেয় বানিয়ে নেতা!
সেই সাথে পাপীষ্ঠ হয় পিতা-মাতা
গুনাহে পূর্ণতা পায় জীবনের খাতা!


বিনিময়ে ক্ষণেক সুখ হায়রে অধম
এমনি করে ঠকেছিল প্রথম আদম!
শয়তান কে চিনতে যদি করি ভুল
আগুনে পুড়তে হবে পাবো না ফুল!