হুঙ্কারিছে যুদ্ধবাজে, বাধে যদি গোল;
লুপ্ত হবে এ সভ্যতা, হারিয়ে যাবে বোল,
মোহ যখন মাতাল করে, বিভেদ করে সৃষ্টি
শাস্তি দিতে খোদা তখন দেন গজবের বৃষ্টি!


বোমার উপর বসে যখন বাজাও রণ ডঙ্কা
শত কোটি মানুষ কাঁপে, বাড়তে থাকে শঙ্কা!
পাপের প্রভাব বাড়ছে যত, বাড়ছে প্রতারণা!
খোদার কাছে বাড়তে থাকে-অকৃতজ্ঞের দেনা!


অর্বাচীনের প্রলাপ যখন আরশ পানে ধায়
ফেরেস্তাকুল লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নেয়;
বিদ্বজ্জনের মুখে যখন অবিদ্যানের ভাষা
বিশ্ববাসী হারায় তখন শান্তি সুখের আশা!