শীতের ভোরে গাছি আসে
রসের হাঁড়ি নিয়ে,
মিষ্টি রোদে সাঁতার কাটে
শালিক, দোয়েল, টিয়ে।


‘নীহার ভয়ে’ শিশুর বাড়ে
জননীর আদর,
কাব্য করে কবি বলেন
কুয়াশার চাদর।


ধনীর তরে শীতের কাঁপন
বয়ে আনে সুখ,
দরিদ্রদের কষ্ট বাড়ে
বাড়ে তাদের দুখ।


প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে
হিমালয় পাহাড়,
নইলে এখানে আসতো ধেয়ে
উত্তরের তুষার।


বরফ বিহীন শীতেই আমরা
হয়ে গেছি ঢের কাবু,
সাইবেরিয়ার মত যদি হতো
কেমন হতো বাবু?


মহান খোদার সৃষ্টি লীলা
বোঝা বড়ই ভার,
শুকুর গোজার করি এসো
সবাই মিলে তার।