তিল কুড়িয়ে তাল করি ভাই
এই তো আছি বেশ ভালো,
তোমার মত চাই না প্রাসাদ
যতই করো মুখ কালো।


আঁধার যখন আসবে তেড়ে
তখন পাশে থাকবে কি?
হিসাব যখন হবে শুরু
কেউ রবে না মা আর ঝি!


অসৎ পথে রুজি করো,
অর্থ করো আত্মসাৎ!
ধন ও জনের বড়াই করে
করছো তুমি বাজিমাৎ!


যতই করো মদ-মাতালী
যতই করো অনিয়ম,
দেহ যখন শীতল হবে
কোথায় রবে এই গরম!


আজকে তোমার ঢের ক্ষমতা
তলোয়ারে দিচ্ছো ধার,
ওপার যখন হবে বিচার
কোথায় পাবে ব্যারিষ্টার?