তবু আমি রাত জেগে পড়বো সেই সোনালি ইতিহাস;
যেখানে নিপীড়িতের কান্না নয়, ছিল আনন্দের বন্যা,
আর্তের চীৎকারে বিদীর্ণ হতো না যেথা প্রভুর আরশ
যেখানে হতো না নষ্টের সৃষ্টি, ধর্ষিতা হতো না কন্যা।


যতই অংকিত করো কালির আঁচড়ে বিদ্রুপের অধ্যায়
তবুও খুঁজে ফিরি আলোর ফোয়ারা সেই হেরার গুহায়,
কর্ণকুহরে আজো আসছে ভেসে রিক্তের মুক্তির উল্লাস
দিব্য চোখে দেখি মমতার আঁচল ছায়ে প্রশান্ত নিবাস।


রক্তচক্ষু গুলো হারিয়ে ফেলেছিলো ধৃষ্ট-অশুদ্ধ পরিচয়
সুপ্তস্বপ্ন গুলো আসমানে ভেসেছিলো জ্যোতির ছোঁয়ায়,
সেই সুবর্ণ প্রহরে গড়েছিল যারা শান্ত-শীতল পরিবেশ
তারা তো অমায়িক ছিল, রচেছিল উদ্যান প্রভুর দয়ায়।


সেই কথা বলা তো পাপ নয়; তবে বিষন্ন কেন হৃদয়?
সবাই শামিল হয়ে উচ্চৈঃস্বরে বলি, সত্যের হোক জয়,
বিশুদ্ধ সমাজ হোক গোপিত জনপদ, দূর হোক স্খলিত
আবার আসুক ফিরে শান্তি দ্বারে, বিশ্বাস হোক শাণিত।