একটু সুখের সন্ধানে হেঁটেছি কতটা পথ;
ঝরিয়েছি কত রক্ত, কতটা ঘাম।
কিন্তু পথের মাঝে পথ হারিয়ে
অবশেষে দাঁড়িয়েছি এসে বিবর্ণ ভুমে!
যেখানে সবুজ নেই, নেই বিশুদ্ধ জল;
শুধু বারুদের গন্ধ আর মৃত্যুর হাতছানি!


চোখ ফিরে চায় ফেলে আসা গাঁয়;
দেখি দুঃস্বপ্নের বিদ্রুপ আর আপদ্’র ভ্রুকুটি!
হৃদয়েও ক্লান্তির ছাপ, সন্দেহ, আতঙ্ক প্রীতি!
অমানিশার অন্ধকারে কি করে যাই ফিরে!
যেখানে ওত পেতে আছে অবজ্ঞার রীতি!


তাইতো ভাবি বসে, পথ খোলা নেই শেষে,
অতঃপর যেতে হবে আগামীর পথ বেয়ে,
যেখানে লুকিয়ে আছে মৃত্যু, যুদ্ধ, সংগ্রাম!
জানি না মুক্তির তরে কত নেবে দাম?