আহারে মনোপাখি!
টানা যার দু’টি আঁখি,
আনন তার পূর্ণিমা চাঁদের মতন;
বৈকালী মিঠে রোদে
অথবা সোনালী প্রাতে,
কাছে এসে করতো আদর-যতন।


স্বপ্ন টুটে গেলে
মুছে যায় আল্পনা,
ভেঙ্গে যায় বসন্তে রাঙানো মন!
সুনীল আকাশখানি
বেদনায় ভরা জানি,
আসে না ফিরে আর বর্ণালী ক্ষণ!


বিরহী প্রহরগুলো
বেঁচে থাকে স্মৃতি নিয়ে,
মিটে যায় সব আশা, সব প্রয়োজন;
হৃদয়ের রঙগুলো
নিমেষে বিবর্ণ হলো,
মিছে হলো মিলনের মহা-আয়োজন!