কে বলে মৃত্যু নেই!
মৃত্যুর পরোয়ানা আসবেই;
বিধিলিপি লেখা হয়
জননীর গর্ভেই!


মরণের পরে যদি
বিচারটা নাই হয়!
সকলেই বরাবর
সকলেরই হবে জয়।


আর যদি ওই পারে
বিচারটা হয়ে যায়!
অবিশ্বাস করে যারা,
পালাবে কোথায়?


স্রষ্টার আদালতে
মাথ নত করে রবে;
কে আছে সেখানে বল-
যে তোমাকে বাঁচাবে!


এমনটা যদি হয়,
আর কোন কথা নয়;
হৃদয়ে জ্বালাও আলো
দূর হোক সব কালো।


দু’দিনের খেলাঘর
সাজিয়েছি তিলে তিলে,
অবশেষে একদিন
চলে যাব সব ফেলে!


এখনও ভাবছো বসে!
অজুহাত নয় ছলে,
সপে দেই তাঁর কাছে
এসো ভাই দলে বলে।