হপকা দিয়ে বুচকা কাড়ো,
ওরে সোনার চাঁদ,
স্বভাব তোমার আগের মতই
দিলের ভিতর খাদ!


বন বাদারে ঘুরে বেড়াও
শিকার তোমার কাজ,
যা খুশি তাই বলো তুমি
নেই রে চোখে লাজ!


আপন হলে সাতখুনও মাফ
পরের বেলায় দোষ!
তেলে-জলে করলে মালিশ
তখন মেজাজ খোশ।


দিনে দিনে বাড়ছে বয়স
হয় না তবু হুঁশ,
বাঘের মতই মারো থাবা
না দেয় যদি ঘুষ!


হেলায় ফেলায় বেলা গেল
আাঁধার করে গ্রাস,
লোভ-মোহটা ত্যাজ্য করো
আর করো না আশ।


বিধান মতে যখন তখন
প্রাণটা যাবেই উড়ে,
দ্বীনের পথেই ফিরে এসো
আর থেকো না দূরে।