একদা আরবের কুফায় সৃষ্টিতত্ব নিয়ে তর্ক শুরু হয়;
জনৈক ব্যক্তি বিশ্বস্রষ্টাকে মানতে কিছুতেই রাজি নয়!
যুক্তি ঢের, কেমন করে মানি, যাকে দেখতে না পাই
নিজের কথায় থাকে সে অটল তার কোন জুড়ি নাই!


কুফাবাসী বলে, আবু হানিফার সাথে কথা বলে দেখো
হয়তো তোমার মত বদলেও যেতে পারে, কিছু শিখো;
রাজি হয়ে যায়, পরাজিত হয়ে সময় নেয় নতুন করে
দিন-ক্ষণ ঠিক হলো, জুম্মাবার জুম্মার নামাযের পরে।


বহু জনতার সমাবেশে সময় পেরিয়ে গেছে ঢের আগে
আসেননি আবু হানিফা! অবিশ্বাসী অগ্নিগর্ভ মহা রাগে!
নোমান ইবনে সাবিত ইবনে যুতা ইবনে মারযুয়ান বা
উপনাম ইমাম আবু হানিফা দিওয়ানা ইসলাম অনুরাগে।


দু’ঘন্টা পর এসে আবু হানিফা বিলম্বের কারণ বললেন;
বাড়ি থেকে বেড়িয়েই দেখেন, নৌকা নেই নদীর ঘাটে,
ধূ ধূ খেয়াঘাট, কোথা থেকে বৃক্ষ এসে স্বয়ং হয় তক্তা
তক্তাগুলো জোড়া লেগে হলো নৌকা! পার হলাম উঠে।


অবিশ্বাসী বলে, মিথ্যুকের সাথে তর্ক নেই! হেরেছে সে;
ইমাম বলেন, বৃক্ষ যদি স্বয়ং না-ই হতে পারে জলযান,
তবে এই বিশ্ব, তার সব সৃষ্টি, কিকরে জন্ম নেয় স্বয়ং?
নিজের ভুল বুঝে অবিশ্বাসী অবশেষে ভীষণ লজ্জা পান।