দাজ্জালী ছলে দলে ভিড়ে গেলে
পরকাল বরবাদ!
ফুলে ফেঁপে যাবো এই অবনীতে
নেই যদি আস্বাদ।


বিধাতার বাণী, ভুলে যদি যাই
হৃদয়টা মরে যাবে!
মিথ্যার সাথে ভালোবাসা হবে
আলেয়া মুচড়ে খাবে!


প্রতারিত হয়ে গেলে ওই পাড়ে
পড়ে যাবো লজ্জায়!
ভুলের মাশুল গুনে গুনে যাবো
আগুনের শয্যায়!


পাবো না ফিরিয়া নতুন করিয়া
সংশোধনের পথ,
সময় থাকিতে বদলিয়ে ফেলি
আপন-আপন মত।


মহাবিশ্বের মহাকারিগর রচেন,
মুক্তির মহা নীতি,
তাঁর সাথে যদি হয় খুব ভাব
দূর হবে ভয়-ভীতি।