জালিমের দুষিত রক্তে জন্ম নেয় খুনীদের আত্মা;
মরে হয় নমরুদ, ফেরাউন, হিটলারের প্রেতাত্মা!
জাহান্নামের আগুনে পুড়েও করে নারে আফসোস!
নব্য ফ্যাসিষ্টদের গর্দানে বসে জারি রাখে রোষ!


মানবতার শত্রু হয়ে করে মহান স্রষ্টাকে বিদ্রুপ!
জনতার রক্তই মনে করে অমরত্মের সুস্বাদু স্যুপ!
অকাতরে পান করে, কত শত নর-নারীর রক্ত!
তারপরও বলে ওরা, ওরাও নাকি মহানের ভক্ত!


জীবনের সাধগুলো চুরির কড়িতে করে যায় পূর্ণ
বিদ্রোহী জনতার দ্রোহের অঙ্গীকার করে দেয় চূর্ণ!
স্রষ্টার সূত্রকে উপহাস করে করে সাজে মহাজ্ঞানী
নিজের স্বার্থে মিথ্যা প্রচার করে বলে শ্রেষ্ঠ বাণী!


মনের মত করে সাজিয়ে উদ্যান করে কত স্ফুর্তি
মনের মাধুরী মিশিয়ে সারি সারি সাজিয়েছে আর্তি!
আলোর মালা দিয়ে অন্ধকার মাড়িয়ে প্রশান্তি চায়;
নির্ঘুম রাত জুড়ে কমনীয় অমৃতে কত মজা পায়!


হৃদয়ে আগুন পুষে সবিতা কে বলো কত দয়াহীন;
অথচ তোমার তাপে জ্বলছে দিনে-রাতে কত দীন!
মরীচিকার চরণ তলে মাথা ঠুকে রবে কি বেদ্বীন?
আত্মসমর্পন করো, মহান আল্লাহ্তা’লা নয় কঠিন।