অস্তিত্বের প্রশ্ন এসে মিটিয়ে দেয় আনন্দ-উল্লাস!
জীবন সংগ্রামের প্রকৃতি স্তব্ধ করে স্বপ্ন বিলাস!
হৃদয়ের স্পন্দন শেকড়ের অহঙ্কার করে প্রকাশ
তবু ঝড়ের পূর্বে মেঘ এসে গ্রাস করে নীলাকাশ!


আমি মুক্তি চাই স্রষ্টার কাছে, চাই সত্যের নির্যাস,
অস্তিত্বের সঙ্কটে চাতুরী নয়, চাই ঐক্যের বিকাশ;
মোহ মুক্ত হয়ে এসো, এসো করি ওপারের নিকাশ
যেখানে ঈর্ষা বিদ্বেষ নেই, আছে শান্তিময় চিরবাস।


আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমার দীর্ঘশ্বাস;
তোমাদের কাছে নেই অনন্ত সত্যের সুন্দর আভাস!
রাতের অন্ধকারে এখনও আমার অন্ধের মত বাস
আলোকিত ভূখন্ড চাই, যেখানে হবে সত্যের চাষ।


চাই না, আমার মূর্খতা তোমায় করুক গ্রাস!  
চাই না তোমার অজ্ঞতা হোক ভাগ্যের পরিহাস!
কালের কাছে হেরে যাই যদি, বাড়বে অবিশ্বাস;
নিয়মের রোষে ধ্বংশিব শেষে, উঠবে নাভিশ্বাস!


তাই তো করি আরাধনা তাঁর, যারে করি বিশ্বাস
যার কাছে আছে মুক্তির বাণী, যেথা আছে আশ্বাস,
কল্পনা দিয়ে আল্পনা আঁকি, মিছে করি অভিলাষ!
যার মাঝে নেই জ্ঞানের প্রবাহ; যে নাকি অন্ধদাস!