মুক্তির তরে যুদ্ধ কখনও কখনও অনিবার্য হলেও
যুক্তিহীন যুদ্ধ কখনও মানুষের মুক্তির শর্ত নয়;
মানবতার বিরুদ্ধে যে যুদ্ধ, তা কোন দর্শনই নয়।
সে যুদ্ধে সত্য বিব্রত হবে, দাজ্জালের হবে জয়!


যেই মুসলিম ইসলামিক নয়, সেই করে অভিনয়;
আল্লাহর সমর্থন যার সাথে নেই তার হবে পরাজয়,
এই সেই চুড়ান্ত ক্ষণ, ঈমানের পরীক্ষা হবে যখন,
মুক্তির আনন্দ তার তরে, যারা পরকালে করে ভয়।


যে জন মানব প্রেমী, বিপদে করে যে ধৈর্য ধারণ
যার মাঝে ঘটে না কখনও স্খলন, নৈতিক অবক্ষয়,
যে হৃদয়ে নিসর্গের উদারতা, সত্যের সাথে প্রেম,
সেইতো সুহৃদ, যার মাঝে আছে মোমিনের পরিচয়।


সত্য বিবর্জিত মানবতাবাদ! কারা তার কারিগর?
চিরতরে যারা অভিসম্পিত, যারা পাপ করে সঞ্চয়,
ঈমানহীন পাপাত্মাগণ সকলের তরেই বিপজ্জনক!
খোলা রেখো চোখ, চারপাশে ঘোরে শয়তান নির্দয়!


সরলতা আঁকড়ে ধরে পরিহার করি এসো ভ্রষ্টাচার;
প্রেম-ভালবাসা স্বপ্নও রবে সেথা পরিমিত নিশ্চয়,
যার মাঝে নেই ভোগের লালসা, ত্যাগেই তৃপ্তি যার,
সেই জনই ভবে মহাশয় বটে, নেই কোন সংশয়।