এসো এমন খেলা খেলি সবাই;
যে খেলায় হেরে ও জেতা যায়,
তেমন খেলা খেলবো কেন
যে খেলায় কষ্ট এসে সবাইকে কাঁদায়।


তলানীতে ঠেকলে বারি
শোষণ করেও তৃষ্ণা মেটা দায়,
সত্য সড়ক ভূললে মোহন
হুমড়ি খেয়ে পড়তে হবে
অবাঞ্ছিতের পায়!


শেষ বিকেলে বিশুদ্ধ হও
আসতে পারে অচিনপুরের ডাক,
সতর্ক হও মন্দ মাতুল-
পথের মাঝে থাকতে পারে
জীবন ঘাতী বাঁক।


সকল জ্ঞানের আধার ভেবে
বধির হলে সর্বনাশ,
বিপদ এলে পার পাবে না
যতই কর হা-হুতাশ!