জ্ঞান মোমিনের হারানো ধন!
মহান স্রষ্টার অফুরন্ত ভান্ডার থেকে
যা পেয়েছিলেন পূর্ব পুরুষগণ।
নতুন কোন বার্তার আশা করা বৃথা।


জন্ম-মৃত্যুর এখতিয়ার শুধুই স্রষ্টার;
জন্ম যে নিবে, মৃত্যুবরণ তার অবধারিত,
তবে যোদ্ধা হতে কেন এতো সংশয়?
তাই মৃত্যু হোক সত্যের তরে শহীদী ধারায়।


ষড়যন্ত্রকারীদের শাস্তি স্রষ্টার ঘোষিত নীতি;
তবুও মানুষ স্রষ্টার কাছে অতি প্রিয়,
সুখটা ক্ষণকালীন হলেও তাই তার প্রাপ্য!
তবে নিভে গেলে জীবন প্রদীপ বিনিময় ভিন্ন।


এমন বার্তা নতুন নয়;
তবু অবজ্ঞার ধৃষ্টতা অমার্জনীয় অপরাধ,
মুক্তির দর্শনে প্রতিস্থাপিত হয়েছে বিধান-
যার কোন ব্যত্যয় শোভনীয় নয়,


সম্পর্ক যেখানে উপাস্য-উপাসক,
সেখানে উপাসকের ধর্মই উপাস্যের মন করা জয়।