জাতীয় কোন দুর্যোগ উন্মোচন করে দেয়
দেশের ভেতরের, মানব জীবনের অবস্থান!
আমাদের সামর্থ্য যদি ব্যঙ্গ করে ক্ষমতাকে,
প্রকাশ করে অর্থনীতির কঙ্কালসার চেহারা!
বিপর্যয় প্রমাণ করে ব্যবস্থাপনার অনিয়ম!
সুয়ারেজের বর্জ্যের সাথে গগনাম্বু মিলেমিশে
প্রবেশাধিকার পেয়ে গেছে আবাস-দোকানে!
নির্লজ্জ ভাষণগুলো ফিরে আসে বিফল হয়ে!


স্বপ্ন দেখা সহজ, বাস্তবায়ন করা তত নয়!
এলোমেলো করে দিল অজস্র মানুষের স্বপ্ন!
মানুষ আস্থাহীন হয় হারিয়ে তার অধিকার;
তাইতো জনতা চায় একটি কল্যাণমুখী রাষ্ট্র,
যেখানে জীবন হবে নিরাপদ, মহনীয় মৃত্যু;
তাই চলো বিদ্বেষ ভুলে একসাথে করি কাজ।