একদিন আমিও হবো লাশ;
কতটা পথ পেরিয়ে এলাম সুখ-দু:খ,
হাসি-কান্না, প্রত্যাশা আর না পাওয়ার বলয় ঘুরে।


সেদিন এসেছিলাম একা;  
একটি চীৎকার দিয়ে জানান দিলাম
নিজের আগমনী বার্তা উদোম গায়েই ভূমি ছুঁয়ে।


হেসেছিল মমতাময়ী জননী;
হেসেছিল আপন পর জননীর সাথে,
অথচ আজ আমার অশ্রু দেখে মানবতা হাসে!


নিয়তই দূরে সরে যাই
বাধাহীন সময়ের অদৃশ্য পৃষ্ঠে চড়ে,
ক্রমাগত হারিয়ে যাই নিসর্গ পর করে অগোচরে।


কখনও শীতের কুয়াশা,
কখনও প্রলয়ঙ্করী ঝড়-বিজলীর চমকে,
কখনও রহস্য দেখেছি দুর্বোধ্য সৃষ্টির মরীচিকা ঘিরে!


একদিন ফেরারী হবো;
সবাইকে ফাঁকি দিয়ে দূরে সরে যাব!
রইবে না বাকি কেউ, সবারই ছুঁতে হবে এই সত্যকে!