যে মাটিকে আমি বড় ভালোবাসি
সে তো প্রস্তুত সদা হজম করিতে!
শোন কই তবে এক জ্ঞাতির কথা;
বড় ভালোমানুষ, বাড়ি জিগাতলা।


গেলেন হাসপাতালে করোনা নিয়ে,
স্ত্রী তাঁর বাড়িতেই করোনায় কাঁদে!
নেগেটিভ পেয়ে তিনি মহাখুশি মনে
ফোন দেন সমবয়সী মামার কাছে।


গোজগাছ করি মামা যাব বাড়িতে;
পরদিন গোজগাছ হ’লো যবে শেষ,
ষ্ট্রোক করে চলে গেলেন একা একা
স্বীয়গৃহে না ফিরে না ফেরার দেশ!  


হায় পৃথিবী! এই সেই তুমি, যাকে
কত ভালোবাসি ঠিক পাগলের মত;
সেই তুমি ভুলে গেলে কত সহজে !
যদিও স্বার্থের তরে থাকিয়াছি নত।

ইচ্ছে করে অমর হতে হয়ে মহারাজ
পরোয়া করি না কিছু ভুলিয়া লাজ!
হয়ে যাই যমদূত হতে চির নিরাপদ!
অথচ কেউ নয় স্থায়ী সহ পারিষদ!