ফাগুন আসে উষ্ণতা ছড়াতে
নিযুত-কোটির অতৃপ্ত প্রাণে,
কখনও তুষের আগুনে জ্বলে
সময়ে লক্ষ্যে আঘাতও হানে!
বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে
বর্ণমালাগুলো বিশুদ্ধ করে,
ধুলি মাখা মায়ের আঁচল জুড়ে
স্বাধীনতার সিড়ি খুঁজে ফিরে।


কখনও প্রেয়সীর খোলা বুকে
তৃষিত ঠোঁট গুঁজে আগুন খোঁজে!
বেলফুল দিয়ে সাজিয়ে কবরী
আনন্দ লভে হৃদয়ের মাঝে,
কখনও হংস মিথুন হয়ে
সুখের বীজ বুনে বিনম্র লাজে।