ফাগুনের জোছনা ভেজা পূর্ণিমা রাতে
ঝিরি ঝিরি দখিনা বাতাস!
বদ্ধ কুঠুরি ছেড়ে খোলা জানালায় এসে দাঁড়ালাম;
নাতিশীতোষ্ণ মধ্য রাতে ঈষৎ আনন্দ এসে
মিতালী করিয়ে দিল পরিণত চাঁদ আর জোছনার সাথে।
আমি যেন হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে,
আরাম কেদারায় ন্যুজদেহ এলিয়ে দিলাম;
মনের অজান্তে সঙ্গী হয়ে গেল স্মৃতিরাও এসে-
জমে গেল মাধবী রাত নিঃসঙ্গতা ভেঙ্গে!
আজ আর প্রেমের কোন সংজ্ঞা নেই;
নির্মল আকাশ জুড়ে তারকা যেমন-
সুখের স্বপ্নগুলো হৃদয়ে এসে
মিশে গিয়ে ফাগুনের কামনার সাথে
গড়েছে অপূর্ব বাসর মোহনীয় রাগে!
একদা আমি ও প্রেমিক ছিলাম;
ফুলশয্যার রজনী পেরিয়ে এসেছি কতটা পথ,
শঙ্খচিলের মত ফিরে যেতে চায় মন
অথচ আজ আর অবারিত নয় দ্বার!
তবু ও ইচ্ছে করে আবারও কিশোর বেশে
কিশোরী বধুকে নিয়ে পাটাতনে শুয়ে শুয়ে সাগরে ভাসি,
আবার কিষান বেশে কিষানীরে পাশে নিয়ে
মন চায় উঠোন জুড়ে মাদুরেই শয্যা পাতি,
স্মৃতির মিনারে চেপে স্বপ্নের দেশ ঘুড়ে
অভিসারে চুপি চুপি বেড়িয়ে আসি,
এমনও মোহিনী রাতে মন চায় প্রেয়সীরে
হৃদয় নিংড়ে তারে আরও ভালবাসি।
কখন যে তন্দ্রা এসে চোখ দু'টো গেল ছুঁয়ে
সুখের স্বপ্ন এসে খুলে দিল মনের দুয়ার।