কিছু কিছু বাক্য, কিছু কিছু কথা
মনে মনে বলে মুক্তির পথ খুঁজি!
অথচ সুউচ্চকন্ঠে উচ্চারণ করলে
কি মান-মর্যাদা সবই চলে যায় ?


হালফিল বেশ ভালোই আলোচিত-
একজন মিথ্যুক-প্রতারক আসবে!
তারই আগমনের আশায় অনেকে
বসে আছে তেল-জল গায় মেখে!


অথচ, ভুলেই গেছে স্বীয় পরিচয়!
সৃষ্টির রহস্যকে তুচ্ছ-জঞ্জাল ভাবে
পার্থিব কল্যাণের প্রমত্ত লালশায়!
তাই তো লুকোতে চায় ধোঁয়াশায়!


এত দ্রুত ভুলে গেলে মুচকানকে!
কোটিকন্ঠে তুলেছিলে বিশুদ্ধ ঝড়!
আজ এমন কি হলো, একই শব্দে
কারো কারো মন কেন উতলা হয়?


সুবিধাবাদ কে জিন্দাবাদ না বলে-
ফিরে এসো পুনশ্চ নিজ ঠিকানায়;
শেষ সময়ে তুলো না নিজের নাম
মোহ বশে মুনাফিকের তালিকায়!