(শেক্সপিয়রীয় ছন্দে)


স্মৃতির পাতায় ভাসে সেদিনের গল্প;
বদলে গিয়েছে সব, মনে পড়ে স্বল্প।
মনে পড়ে অঘ্রাণের প্রভাতী কুয়াশা,
মিঠে রোদে পিঠ দিয়ে কাটতো নিরাশা।


চৈত্রের দুপুরে কাঠ ফাটানো রোদ্দুরে,
জুড়াতো গ্রামীন প্রাণ, শীতল পুকুরে।
বর্ষায় কাটতো দিন, পাল তোলা নায়ে,
ভালবাসা ছিল কত মায়া ভরা গাঁয়ে।


হাটবারে মেঠোপথে মানুষের ঢল,
ঢেউ খেলা নদী পথ ছিল যে সচল।
বাঘ কাঁপা মাঘে ছিল জারি সারি গান,
ফাগুনী বাতাসে ছিল পুষ্পের সুঘ্রাণ।


রাতে মনে দোলা দেয়, পূর্ণিমার চাঁদ,
পাবো না কভুও ফিরে, মধুর সে রাত।