দর্শন চূর্ণ করে বানিয়েছে নতুন এক বটিকা!
যা খেয়ে মুসলমান, খ্রীষ্টান, হিন্দু, বৌদ্ধ
হয়ে গেছে নতুন এক উদার মানুষ!
মুক্ত জীবন তারা করছে উপভোগ!
বাধাহীন দিগন্ত, সবুজ-শ্যামল প্রান্তর;
আহা! কি আনন্দ! নিয়মের নেই বেড়াজাল!


কাঁচের টুকরো দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
ছাত্র হত্যা করে! তার নেই কোন বিচার!
ফিচার লিখে ফেঁসে যায় সাংবাদিক!
প্রতিবাদ করে নারী হয়ে যায় গণিকা!
এই কি সুস্থ সমাজ! এই কি সভ্যতার নমুনা!


থমকে যায় কবির কলম হারিয়ে ছন্দ!
কি এক অজানা আশংকা করে গ্রাস!
যদিও মৃত্যু অনিবার্য; তবু লুপ্ত হয় শিল্পবোধ!
হে উলঙ্গ বিশ্ব! উদ্গিরণ বন্ধ করো যৌন লাভা!
এ নগ্ন সভ্যতা কি সত্যিই মহান স্রষ্টার দান!
তার চেয়ে উত্তম; সবাই ফিরে চলো কা’বা।