আমার এক টুকরো প্রেম!
যে জমিনে মাথা রেখে ঘুমিয়েছিলাম;
সোনা ফলা এই মাটি মায়ের মতন
মমতা ঢেলে দিয়ে করতো যতন,
কেন আজ তুমি তারে কেড়ে নিতে চাও?
আমার কি অপরাধ, একটু বলে যাও।


কতদিন এই মাটি সারা গায়ে মেখে আমি
ভাটিয়ালি সুরে গান গেয়েছিলাম,
উদাস দুপুরে ক্ষেতে দেখেছি সোনালী ঢেউ
বাতায়ন পাশে বসে লুকিয়ে দেখেছে কেউ,
সুখের আবাস ছিল মায়া ভরা গাঁও
কেন আজ তুমি তারে কেড়ে নিতে চাও?


শিশির ভেজা ঘাসে আলতো পায়ে পায়ে
মিঠে রোদ গায়ে মেখে আসতো আঙিনায়,
বরষায় ভিজে ভিজে আলপথে হেঁটে যেত
অপলক দু’টি চোখে কতদিন দেখেছি তায়।
উড়াতো এলো চুল, যখন বইতো ঝড়ো বাও
কেন আজ তুমি তারে কেড়ে নিতে চাও?