এই তো সেই সময়,
যখন সত্যানুরাগী হবে মূল্যহীন!
সাহাবাদের সমাজে ভাল কাজের প্রতিযোগিতা ছিল।
আজ ভাল কাজে অবদান যারা রাখতে চায়
তারা এতটাই অপাংক্তেয়, যতটা পশুও নয়!


হায়! মানব সমাজ!
মোমিনহৃদয় ক্ষত-বিক্ষত হয়!
“তবে পুরস্কারও কম নয়, চিরস্থায়ী জান্নাত।
নবীজী(সাঃ)’র হাদিস; ফিৎনার যুগে আমল কর,
সত্য যুগের আমলের চেয়ে মূল্য পাবে বেশি।
দশ ভাগ আমল করেও বিনিময় রাশি রাশি!”


এই সেই ফিৎনার যুগ!
"যখন হাতের তালুতে জ্বলন্ত অগ্নিপিন্ড রাখার চেয়েও
অনেক বেশি কঠিন হবে ঈমান ঠিক রাখা!"
নবীজী(সাঃ)’র বাণী সোনার খনির চেযেও দামী।
এই বিশ্বাসকে ধারণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ!


বিঃ দ্রঃ- কৃতজ্ঞতা স্বীকারঃ মুফতি কাজী ইব্রাহিম সাহেব।
https://www.youtube.com/watch?v=7j0ApDmoq0Y