আমি সব সময়ই ডিফেন্ডার!
দেখেছি জীবনে তাই অনেক ষ্ট্রাইকার;
তবে, তোমার মত একটাও নয়!


আমি তোমাকে বুঝে উঠার আগেই
তুমিই বুঝিয়ে দিলে তোমার বৈশিষ্ট!
সেটাই ছিল আমার অনেক বড় পাওয়া।
তোমার নিপুণ, ক্যারিশমেটিক খেলা
আমাকে ভীষণ ভীত করে তুললো!


আমি বুঝলাম, কৌশলী হয়ে তোমাকে
ভুলের ফাঁদে ফেলেই গোল বাঁচাতে হবে।
ফাউল করে খেলা আমার স্বভাব নয়;
তাই ল্যাং মেরে কিংবা ফাউল করে
আত্মঘাতী গোলের ঝুঁকি না বাড়িয়ে বরং
তোমাকে বাজে শটে খেলতে বাধ্য করার
কৌশলটাই কাজে লাগাবার চেষ্টা করেছি মাত্র।


তবে, তোমার মারাত্মক ফাউল খেলার কারণে
আমাদের বেশ কয়েকজন মাঠছাড়া হওয়ায়
আতঙ্ক ভর করে বিচলিত করে তুললো!
বাধ্য হয়েই একটু ড্যাশ দিয়ে তোমাকে চাইলাম
উত্তেজিত করে বাজে শটে গোল নষ্ট করাতে!
যখন দেখলাম, কৌশলটা দারুন কাজ করছে,
তখনই, আমিও উৎসাহিত হলাম অনেকগুনে!


তোমার দুর্বলতা বুঝে আমিও খুলে ফেললাম
হিসাবের নতুন খাতা, তুমি বুঝলেও না!
আর যখন বুঝলে, তখন যা হবার তা তো
হয়েই গেছে! তবে, তুমি বেশ ভালো খেলো!