বুঝলি নারে বুকের ব্যথা
চিনলি না আপন,
খলের কন্ঠে সুর মিলিয়ে
করলি নির্যাতন!


আঁধার হলে প্রলয় কালে
পড়বে মনে তোর!
সবার তরে আসবে সমন
আসবে বিপদ ঘোর।


ফেলে যাবি সোনার পাটি
পাবি মাটির ঘর,
নিভে যাবে আলোর শিখা
উঠবে যখন ঝড়।


সকাল-সাঁঝে খিস্তি খেউর
ক্ষমতায় বিভোর!
রইবে না আর প্রিয় পাত্র
হইবে সবাই পর।


ভুলের মাশুল দিব সবাই
সামনে রবে যম,
সব ফুরোবে থেমে গেলে
হৃদ নগরের দম।