ঝম ঝমা ঝম টাপুর-টুপুর
ঘুম পাড়ানি বৃষ্টি,
সঙ্গে কাঁঠাল, রসালো আম
খেতে ভীষণ মিষ্টি।


হাট-বাজারে হয় না যাওয়া
রান্না চলছে খিচুরি,
কর্মহীন সময় কাটাই খেয়ে
ঝাল চানাচার মুড়ি।


আড্ডা ঘরে জমেছে আসর
চলছে নানান গল্প,
চায়ের কাপে উড়ছে ধোঁয়া
চিনিটা কিন্তু অল্প।


রাস্তা-ঘাটে আষাঢ়ের প্লাবন
শিশুরা করে হল্লা!
নৌকার বহর কিনারে বাঁধা
ঘুমায় মাঝি-মাল্লা।


ষোড়শী কন্যা জানালা খুলে
মারছে উঁকি-ঝুঁকি!
মনের মানুষ থাকলে কাছে
হৃদয় হইতো সুখি।